Monday, March 13, 2017

সুযোগপেলে আমরাও পারি।



আমাদের সুশীল সমাজের ‍কিছু ‍কিছু মানুষ এখনও মনে করেন যে,প্রতিবন্ধি ব্যক্তিরা তারা পরিবারে,সামাজেে,এমন কি রাষ্ট্রে বোঝা হিসেবে বেচেঁ থাকে।
এ কথার সাথে আমি কখনও একমত নয় ,অামি মনে করি তারাও পারে,তারা এদেশের সম্পদ তারা কারো বোঝা নয়। শুধু মাএ তাদের একটু সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর তারা সুযোগ পেলে অনেক ভাল কিছু করে দেখাতে পারে,এরকম অনেক প্রমান পাওয়া গেছে।
তাদের ‍সুযোগ সৃষ্টি করে দিয়ে সম্পদে পরিনিত করা ,সরকারের পক্ষে একা সম্ভব নয় ,সরকার যে ভাবে পদক্ষেপ নিয়েছেন ,যদি আমরা নিজ নিজ যায়গা  থেকে একটু  সচেতন হতে পারি তাহলে অতি দ্রুত আমরা আমাদের এভুল ধারনা থেকে বের হয়ে অাসতে পারবো......


1 comment: